শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন যাঁরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবাচনের প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন আজ। রোববার সকাল থেকে ঢাকার সেগুন বাগিচায় ঢাকা বিভাগের বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেকেই।

এখন পযর্ন্ত মনোনয়ন প্রত্যাহার করেছেন যাঁরা:

ঢাকা-১২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মজিবুর রহমান ও ঢাকা-১৭ আসনের জেএসডির প্রার্থী নজরুল ইসলাম।

ঢাকা-৬ আসনের জাসদ প্রার্থী কাজী সালমা সুলতানা। ঢাকা-১২ অাসনে প্রার্থী মোঃ মজিবুর রহমান, ঢাকা-১৭ অাসনে নজরুল ইসলাম কাজী সালমা সুলতানা। যুক্তফ্রন্টের মাহী বি চৌধুরী ঢাকা-১৭ থেকে প্রত্যাহার করেছে।

এদিকে, জাতীয় পার্টি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি অাম প্রতীক বিল্পবী ওয়ার্কাস পাটি কোদাল প্রতীক চেয়ে অাবেদন করেছে, বাম গণতান্ত্রিক জোটের। ঢাকা ১৭ অাসনে বাংলাদেশ জাতীয় পার্টি অান্দালিব রহমান পার্থ, ঢাকা ৬ সুব্রত চৌধুরী গণফোরামের, ধানের শীর্ষ প্রতীক চেয়েছে।

এছাড়া ঢাকা-৭ আসনে নৌকার মোস্তফা জালাল মহিউদ্দিন গত ৩ তারিখে প্রত্যাহারের আবেদন করেন। তাছাড়া মনোনয়ন পত্র বাছাইয়ের বৈধতা-অবৈধতার সাটিফাইড কপির জন্য দুপুর টার পর বিভাগীয় কর কমিশনারের কাযালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

বিএ-০২/০৯-১২ (ন্যাশনাল ডেস্ক)