রায়ের কপি না পাওয়ায় প্রার্থীদের বিক্ষোভ

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও যারা প্রার্থিতা ফেরত পাননি তাদের অনেকেই হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখনও ইসি থেকে প্রার্থিতা বাতিলের সার্টিফায়েড কপি না পাওয়ায় বিক্ষোভ করেছেন অনেকে।

রোববার সকাল থেকে আপিল না মঞ্জুরের সার্টিফায়েড কপি পেতে ইসিতে ভিড় জমায় অসংখ্য প্রার্থী। তবে দুপুর পর্যন্ত রায়ের কপি না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা।

এ সময় অনেকেই কপি না পেয়ে ইসির সংশ্লিষ্টদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। দুপুর ২টা পর্যন্ত রায়ের সার্টিফায়েড কপি না পাওয়ায় তারা বিক্ষোভ করেন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যাদের আবেদন না মঞ্জুর করা হয়েছে, তাদের বেশি ভাগকেই এখনো সার্টিফায়েড কপি দিতে পারেনি কমিশন।

আরও জানা যায়, আজ দুপুর পর্যন্ত মাত্র একজনকে রায়ের কপি দেওয়া হয়েছে। আর মঞ্জুর হওয়া প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে গেছে। আদালতে রায়ের কপি লাগায় নামঞ্জুর প্রার্থীরা বিপাকে পড়েছেন।

বিএ-০৯/০৯-১২ (ন্যাশনাল ডেস্ক)