২০ দলীয় জোট আর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দফায় দফায় বৈঠক আর দর কষাকষির পর ধানের শীষের প্রাথী তালিকা চুড়ান্ত করেছে বিএনপি। ২৪২টি আসন নিজেদের জন্য রেখে দলটি দুই জোটের শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়ে দিয়েছে।
এরমধ্যে ২০ দলীয় জোটের শরিকদের দেওয়া হয়েছে ৩৯টি আসন। আর জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা পেয়েছে ১৯টি আসন।
২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত পেয়েছে ২২টি, এলডিপি ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি, খেলাফত মজলিসের ২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, এনপিপি ১টি, পিপিবি ১টি এবং লেবার পার্টি ১টি আসন পেয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম পেয়েছে ৭টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ৪টি, নাগরিক ঐক্য ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ৪টি আসন।
২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভোটে লড়বেন। তবে চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির সভাপতি অলি আহমেদ লড়বেন দলীয় প্রতীক ছাতা নিয়ে।
বিএ-১৫/০৯-১২ (ন্যাশনাল ডেস্ক)