দণ্ডিত ব্যক্তি ভোট করলে সংবিধান লঙ্ঘিত হবে: মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দণ্ডিত ব্যক্তি ভোট করলে সংবিধান লঙ্ঘিত হবে। মঙ্গলবার খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্ট বিভক্ত রায়ের পর সাংবাদিকের তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়ার পক্ষে তিনটি রিট পিটিশন করা হয়েছিল। রিট আদেশে হাইকোর্ট দ্বিমত পোষণ করেছেন।

যেহেতু দু’জন বিচারপতি ঐক্যমতে পৌঁছাতে পারেননি,সেজন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতির কাছে গেলে তিনি পরবর্তী বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

এক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এটাতো পূর্ব নির্ধারিত বিষয় যে কোনও ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাজেই আমি তো প্রথম থেকেই বলে আসছি কোনও আদালত এ রকম আদেশ দিতে পারে না।

যে আদেশের ফলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়।

বিএ-০৩/১১-১২ (ন্যাশনাল ডেস্ক)