নির্বাচনী সমন্বয় কমিটি করেছে ঐক্যফ্রন্ট

ফাইল ছবি

নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ‘নির্বাচনী সমন্বয় কমিটি’ গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার বিকেল ৪টায় বিজয়নগরস্থ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্য্যালয়ে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় ও মহানগর সমন্বয় কমিটির এক সভায় ওই কমিটি গঠিত হয়।

নির্বাচনকালীন সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক। কমিটির অন্য সদস্যরা হলেন-আ. ও. ম. শফিকুল্লাহ,এড. শাহ মোহাম্মদ বাদল , গূলজার হোসেন, আজমেরি বেগম ছন্দা, শহিদ্দুলাহ কায়ছার, মমিউল্লাহ, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম দেলোয়ার, মোবারক হোসেন, এম এ ইউনুস, নুরুল আফছার, নুরুল হুদা মিলু চৌধুরী।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ঐক্যফ্রন্টের ঢাকা মহানগরীর সমন্বয়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান সমন্বয়ক সাবেক উপ-মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ্‌ বুলু।

সভায় ফ্রন্টের নেতারা নিজ নিজ আসনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিটি আসনের জন্য যৌথ ভাবে একটি করে লিয়াজোঁ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএ-১৯/১১-১২ (ন্যাশনাল ডেস্ক)