কেন সাংবাদিকদের ওপর চটে গেছেন ড. কামাল (ভিডিও)

জামায়াতে ইসলামীকে নিয়ে নিজেদের অবস্থানের বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে চটে যান তিনি।

সাংবাদিকেরা তার কাছে জানতে চান, ‘জামায়াতের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে, এখন জামায়াত সম্পর্কে আপনাদের সর্বশেষ অবস্থান কী?’

ড. কামাল বলেন, ‘কত টাকা পেয়েছ, এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ!’

তিনি বলেন, আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি। অর্থপূর্ণ করি সকলের জন্য।

এসময় তার সঙ্গে ছিলেন আ স ম আবদুর রব, রেজা কিবরিয়া, আবদুস সালাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

বিএ-০৫/১৮-১২ (ন্যাশনাল ডেস্ক)