জাতীয় ঐক্যফ্রন্টের রোডমার্চ কাল শনিবার দুপুরে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে শুরু হবে। এই পথসভা ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত যাবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, ঢাকায় রোডমার্চের প্রথম পথসভা হবে। শনিবার বেলা দুইটায় টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভাটি হবে।
এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুর এই পথসভা শেষ হবে।
বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শুক্রবার জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনেও এই কর্মসূচি হবে বলে জানানো হয়।
ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে এই পথসভায় ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএ-২১/১৪-১২ (ন্যাশনাল ডেস্ক)