প্রচারণায় যাচ্ছেন না ড. কামাল

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় শেরপুর যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ফলে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ঐক্যফ্রন্ট নেতাদের এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিবেন।

শনিবার বেলা ২টা ৫ মিনিটের দিকে ঢাকার উত্তরায় রবের বাসা থেকে শেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

ঐক্যফ্রন্টের এই প্রচারণা দলে আরও রয়েছেন, বিএনপির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী গাজীপুর থেকে তাদের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।

পূর্বনির্ধারিত থাকলেও ড. কামাল হোসেন কেন যাচ্ছেন না, এ বিষয়ে ঐক্যফ্রন্টের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, সফরে বেশ কয়েকটি পথসভা রয়েছে। সেখানে বক্তব্য দিবেন ঐক্যফ্রন্ট নেতারা।

এসএইচ-১১/১৫/১২ (ন্যাশনাল ডেস্ক)