ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিনগত ১টা ৩০ মিনিটে মামলাটি করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক।
শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় হামলার ঘটনা উল্লেখ করেই এ মামলা দায়ের করা হয়েছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উজ্জামান বলেন, ড. কামাল হোসেনের উপর হামলার অভিযোগ এনে ১২ জনের নামে মামলা করা হয়েছে।
শনিবার দিনগত রাত দেড়টায় মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।
বিএ-১০/১৬-১২ (ন্যাশনাল ডেস্ক)