বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার সকাল ১১টায় একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে।
রোববার বিকেলে ঐক্যফ্রন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও শীর্ষ নেতা ড. কামাল হোসেন একথা জানান।
তিনি আরও জানান, হোটেল পূর্বাণীর কনফারেন্স হলে ইশতেহার ঘোষণা করা হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে সাংবিধানিক সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বেকারত্ব কমানো, উন্নয়নের সুষম বণ্টন, সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত, জাতীয় নেতাদের মর্যাদা নিশ্চিত,
মেগা প্রকল্পগুলো অব্যাহত রাখা, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, কৃষি ও কৃষকের উন্নয়ন, কোটা সংস্কার, সড়কের নিরাপত্তা নিশ্চিত, স্কুল-কলেজের শিক্ষকদের সরকারি চিকিৎসা সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকবে।
বিএ-২০/১৬-১২ (ন্যাশনাল ডেস্ক)