নিরপেক্ষ নির্বাচনে অতীতের মতো ভূমিকা রাখবে সেনাবাহিনী: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন হবেই। যতই ষড়যন্ত্র হোক জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে কোন অপশক্তিই পরাজিত করতে পারবে না।

সোমবার বিকেল সোয়া ৪টায় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, যাতে আগামী ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানু্ষের ন্যায় বিচারসহ গণতান্ত্রিক মৌলিক অধিকার ফিরে পেয়েছে, আমরা সেই ধরনের সরকার দেখতে চাই।

তিনি বলেন, আজকে সেনাবাহিনী আসছে, তাদের অতীত একটা ঐতিহ্য আছে। আমরা আশা করি তারা তাদের ঐতিহ্য রক্ষা করবে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অতীতের মতো ভূমিকা রাখবে।

ঐক্যফ্রন্ট নেতা বলেন, যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন ভোটের মাঠ থেকে সরবো না, শেষ পর্যন্ত মাঠে থাকবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ডা জাফরউল্লাহ প্রমুখ।

বিএ-০৪/২৪-১২ (ন্যাশনাল ডেস্ক)