শিশুদের খেলার সঙ্গী প্রধানমন্ত্রী!

শিশুদের সঙ্গে আনন্দমুখর একটি দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনের লনে তিনি কখনো এক শিশুর দোলনা দুলিয়েছেন। কখনো রাইডে স্লিপ কেটে আসা শিশুকে আগলে নিয়েছেন বুকে।

গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, তারপর ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর বঙ্গবন্ধুকন্যাকে এভাবেই শিশুদের সঙ্গে মিশে যেতে দেখা যায়।

শিশুদের খেলার সঙ্গী হয়ে ওঠার এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিক ইয়াসিন কবির জয়। ইতিমধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিএ-১৬/২৪-১২ (ন্যাশনাল ডেস্ক)