ঐক্যফ্রন্টকে নির্বাচন থেকে সরাতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠ থেকে সরাতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার নয়াপল্টন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রুহুল কবীর রিজভী বলেন, দেশজুড়ে ধানের শীষের প্রচারণা ও মিছিলের ছবি তুলে সেখান থেকে বেছে বেছে নেতা-কর্মীদের বাসা থেকে তাদের আটক করা হচ্ছে। বাজার, দোকান-পাট, এমনকি আত্মীয়স্বজনের বাসা যেখানে পেরেছে সেখান থেকেই তাদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ জন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে, ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, দেশব্যাপী শত শত সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী ক্যাডারদের দ্বারা অথবা পুলিশ বা গোয়েন্দা পুলিশ নিজেরাই সন্ত্রাসী কায়দায় ঐক্যফ্রন্টের গণসংযোগে হামলা করছে।

বিএ-০৩/২৭-১২ (ন্যাশনাল ডেস্ক)