এবার এনআইডি নম্বর লাগবে ট্রেনের টিকিট কাটতে

ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেনের টিকিট কাটতে নাম, মোবাইল নম্বরের পাশাপাশি এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বরও দিতে হবে।

রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি জানিয়েছে, নাম-ঠিকানা, এনআইডি নম্বর দিলেও প্রিন্ট কপিতে শুধু নাম-ঠিকানা, মোবাইল নম্বর প্রদর্শন করা হবে।

তবে ট্রেনের গার্ডের কাছে টিকিটের বিপরীতে এনআইডি আইডি নম্বর থাকবে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। তিন মাসের মধ্যেই সব ট্রেনের ক্ষেত্রেই এই পদ্ধতি চালু করা হবে।

বিএ-০৮/০১-০১ (ন্যাশনাল ডেস্ক)