৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি বুধবার বিকেল ৩টায়। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আইনানুযায়ী নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ৩০ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ অধিবেশন বসতে হবে। বর্তমান দশম সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। সেই অনুযায়ী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের রা ষ্ট্রপতি ভাষণের মাধ্যমে যাত্রা শুরু হবে একাদশ জাতীয় সংসদের।

প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়। আবার চলতি সংসদের কোনো এমপি মারা গেলে অধিবেশন শুরুর পর মুলতবি কর হয়। তাই অধিবেশন শুরুর পর মরহুমকে নিয়ে আলোচনার পর সংসদের বৈঠকের কিছুক্ষণ মুলতবি দেয়া হবে। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর পুরো অধিবেশনে সাংসদরা সেই ভাষণের ওপর আলোচনা করেন। অধিবেশনের শেষ দিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস হয়। এবারের অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনার কথাও জানান তারা।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে।

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এ ছাড়া কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিও প্রথম অধিবেশনে গঠনের বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো তৃতীয় অধিবেশনের মধ্যে গঠনের বাধ্যবাধকতা থাকলেও এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই কমিটি প্রথম অধিবেশনেই করা হতো। এবারও প্রথম অধিবেশনের মধ্যে এসব কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। এসব কমিটির সভাপতি পদে সিনিয়র সাংসদদের দেখা যেতে পারে। এর আগে নবম সংসদেও অপেক্ষাকৃত তরুণদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে সিনিয়র এমপিদের সংসদীয় কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছিল।

সংসদের শীতকালীন এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কার্য উপদেষ্টা কমিটির ওই বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করবেন।

এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা উপস্থিত থাকবেন। তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে বলে এ অধিবেশন দীর্ঘ হবে।

বিএ-০৬/০৯-০১ (ন্যাশনাল ডেস্ক)