আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, চলতি মাসের আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। এবার সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল সিলে ২টি আসন পাবে।

তিনি আরও বলেন, এবার প্রবাসীদের ভেটাধিকার নিয়ে কাজ করবো আমরা। আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে। প্রথমে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদেরকে ভোটার করা হবে।

এরপর দুবাইয়ের প্রবাসীদের ভোটার করা হবে। পর্যাক্রমে সব দেশগুলোর প্রবাসীদের তালিকায় আনা হবে।

বিএ-০৩/১০-০১ (ন্যাশনাল ডেস্ক)