রাতেই দেশে ফিরছেন সৌদিতে নির্যাতিতা ৮০ নারী

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। প্রতিমাসে গড়ে ২শ নির্যাতিত নারী শ্রমিক দেশে ফিরছেন। এর মধ্যে অধিকাংশই যৌন হেনস্থার শিকার।

গৃহকর্মীর কাজের কথা বলে অবিবাহিত মেয়েদের বিদেশে নিয়ে দেহব্যবসা করানোর মতো জঘন্য অপরাধের তথ্যও মিলেছে। তারই অংশ হিসেবে সৌদি আরবে গৃহকর্মীর কাজ নিয়ে যাওয়া আরও ৮০ জন নির্যাতিত নারী রাতে ফিরবেন।

রোববার রাত ৯ টা ২০ মিনিটে এয়ার এরাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

নির্যাতিত এসব নারী সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, দেশটির নিয়োগকর্তা তাদের ওপর নির্মম নির্যাতন চালাতো। এসব নির্যাতন সহ্য করতে না পেরে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে এসে ক্যাম্পে আশ্রয় নেন অসহায় এসব নারী। ইমিগ্রেশন ক্যাম্পে ফেরার অপেক্ষায় এখনো অনৈক নারী অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, সৌদিতে বাংলাদেশি নারী গৃহকর্মীরা নির্যাতনের শিকার হয়ে শুধু যে দেশে ফিরছেন আর দূতাবাসের সেফহোমে অবস্থান করছেন তা নয়। হয়রানিমূলক মামলার শিকার হয়ে অনেকে সেদেশে কারাবন্দীও রয়েছেন।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিককে গৃহকর্তাদের ধর্ষণসহ যৌন নিপীড়নের বিষয়টি নতুন নয়। তাদের ওপর পৈশাচিক যৌন নিপীড়নের অভিযোগ বরাবরই রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ২ লাখেরও বেশি নারী শ্রমিক পাঠানো হয় সৌদি আরবে৷ তাঁদের মধ্যে নির্যাতনসহ নানা করণে ৪০ হাজারের মতো নারী শ্রমিক সেখান থেকে ফেরত এসেছেন।

বিএ-১০/২০-০১ (ন্যাশনাল ডেস্ক)