নিরীহ মানুষকে হয়রানি করবেন না

দেশের নিরীহ জনগণ যেন কোনো ধরনের হয়রানি বা নিপীড়নের শিকার না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘পুলিশ–জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’।

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি বা পীড়ন করা যাবে না।’

পুলিশের দায়িত্বের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণ হয়রানির শিকার হলে বা বিপদে পড়লে তাদের সহযোগিতা করুন। জনগণ এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা অর্জনে ও জনবান্ধব পুলিশবাহিনী হতে প্রত্যেক পুলিশ সদস্যকে সততা ও আন্তরিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করতে হবে। আপনাদের কাছে থেকে এটাই আমরা চাই।’

দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশটা আমাদের। এখানে শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে তাঁর সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’র নীতির বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাদক নির্মূলে অভিযান চলবে। শেখ হাসিনা বলেন, ‘সড়ক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। কারণ, পথচারীদের এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।’

পুলিশবাহিনীর সদস্যদের ‘অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ’ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী এ বছর পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৪৯ জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন।

গত ২৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এবার ৪০ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬২ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ১৪৩ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় নিহত হওয়ায় পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন ও কনস্টেবল শামীম মিয়াকে মরণোত্তর বিপিএম পদক দেওয়া হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএ-১১/০৪-০২ (ন্যাশনাল ডেস্ক)