আদালত অবমাননার দায়ে ফেনীর সাবেক জেলা জজকে জরিমানা

আদালত অবমাননার মামলায় ফেনীর সাবেক জেলা ও দায়রা জজ ফিরোজ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে যথাযথ প্রটোকল না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে বুধবার তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন হাইকোর্ট।

একই ঘটনায় ফেনী জেলা জজ আদালতের নাজির ও নায়েবে নাজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ কীভাবে তাদের প্রটোকল দেবেন, সে ব্যাপারে চারটি নির্দেশনাসহ সার্কুলার ইস্যুর জন্য রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

২০০৩ সালে হাইকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম।

বিএ-০১/১৩-০২ (ন্যাশনাল ডেস্ক)