ঐক্যফ্রন্টের গণশুনানিতে প্রধান বিচারক ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করবে তাতে প্রধান বিচারক হিসেবে থাকবেন জোটের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জোটের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বুধবার বুধবার সন্ধ্যায় ঢাকার মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। সেখানে ড. কামাল হোসেনকে গণশুনানিতে প্রধান বিচারক করার প্রস্তাব করা হয়।

তবে ড. কামাল হোসেন হোসেন সাংবাদিকদের বলেন, গণশুনানির প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের সার্বিক বিষয় নিয়ে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, আমরা আগামী ২৪ তারিখ গণশুনানি করব। সেই বিষয়ে আগামী রোববার আমাদের প্রস্তুতি সভা রয়েছে। প্রস্তুতি সভায় আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এখনও গণশুনানির ভেন্যু চূড়ান্ত হয়নি জানিয়ে জেএসডি সভাপতি বলেন, জাতীয় প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মহানগর নাট্যমঞ্চসহ ভালো কয়েকটি জায়গা আমাদের বিবেচনায় রয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে আবদুর রব বলেন, ভোট ডাকাতদের ছাড়া আমরা সব দলকে গণশুনানিতে লিখিত আমন্ত্রণ জানাব।

ড. কামাল দলীয় ব্যক্তি হওয়ায় তিনি কিভাবে বিচারক হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, দুনিয়ার সব জায়গায় দল রয়েছে। দলীয় নেতারা এসব বিষয়ে কথা বলবেন।

বৈঠকে অন্যদের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএ-২৩/১৩-০২ (ন্যাশনাল ডেস্ক)