কারাবন্দি খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল দিয়ে ফকিরাপুল হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায়ের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে রিজভী বলেন, দেশে নৈরাজ্যজনক পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। স্বৈরশাসনের কষাঘাতে জনগণের মনে বিষাদঘন অবস্থা বিরাজমান। দেশনেত্রী খালেদা জিয়াকে আটকিয়ে রাখা হয়েছে দস্যুবৃত্তির পন্থায়। তাকে চিকিৎসা না দিয়ে অসুস্থতাকে গুরুতর করার যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছে সরকার।

বিএনপির এ নেতা আরও বলেন, ক্ষমতায় এসে এরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কর্তৃত্ববাদী শাসন চালিয়ে জনগণকে বারবার ক্রীতদাস বানিয়েছে। বাকশাল সেই ক্রীতদাস বানানোরই ব্যবস্থা। গণতন্ত্র যাতে পুনরুজ্জীবিত হতে না পারে, সে জন্য এ দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম জিয়াকে বিনাদোষে, বিনাকারণে মিথ্যা মামলা দিয়ে কারান্তরালে রাখা হয়েছে।

বিক্ষোভ মিছিলে মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারসহ ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি, মৎস্যজীবী ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিএ-০৭/২২-০৩ (ন্যাশনাল ডেস্ক)