বিমানবন্দরে অস্ত্রসহ ভুলক্রমে ঢুকলেও কেউ ছাড় পাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো।

আমাদের ম্যাসেজটা পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন আইন মেনে যাবেন।’

এসএইচ-৩২/২৩/১৯ (ন্যাশনাল ডেস্ক)