এক মিনিট অন্ধকারে ছিল সারা দেশ

গণহত্যা দিবস উপলক্ষে সোমবার এক মিনিটের জন্য অন্ধকারে ছিল দেশ। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে একাত্তরের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তবে প্রতীকী এই ব্ল্যাক আউটের সময় জরুরি স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ঠিকই ছিল।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

বিএ-২১/২৫-০৩ (ন্যাশনাল ডেস্ক)