ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না

আগামী ১৫ এপ্রিলের মধ্যে ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে। যদি সবাই মনে করে যে অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাব না।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি।

তিনি বলেন, আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে পাঠাবো। কিন্তু এখন তারা (জাতিসংঘসহ অন্যান্য সংস্থা) শর্ত দিলে সমস্যা তৈরি হবে এবং আমরা কবে পাঠাব জানি না।

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর কানাডার আদালতে শুনানির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার কানাডার আদালতে একটা শুনানি হয়েছে নূর চৌধুরীর ব্যাপারে। কানাডিয়ান সরকারের কাছে আমারা কিছু তথ্য চেয়েছি। সেই তথ্য মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অব কানাডা দেয় নাই, না দেওয়ার কারণে আমরা কানাডার ফেডারেল কোর্ট গিয়েছিলাম।

সেখানে যে শুনানি হয়েছে, সেখানে বাংলাদেশের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেল অব কানাডার পক্ষে আইনজীবী বক্তব্য রেখেছেন। আমি জেনেছি যে, নূর চৌধুরীর আইনজীবীও বক্তব্য রেখেছেন। কোর্ট সবার শুনানি নিয়ে পরে রায়ের জন্য রেখেছেন।

এসময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সব অপরাধীদের ফেরত আনার চেষ্টা করছি।

বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তার।

বিএ-০৯/২৭-০৩ (ন্যাশনাল ডেস্ক)