ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, বড় ধরণের আগুন লেগেছে বনানীর এফ আর টাওয়ারে।
আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছে। আরো ইউনিট পাঠানো হচ্ছে।
তিনি আরো বলেন, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের খবরও জানা যায়নি।
এসএইচ-০৭/২৮/১৯ (ন্যাশনাল ডেস্ক)