ভবনের ছাদে রশি ফেলে হেলিকপ্টারে যুবককে উদ্ধার

ঢাকার বনানীর এফআর টাওয়ারের পাশের ভবনের ছাদ থেকে এক যুবককে উদ্ধার করেছে বিমানবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে হেলিকপ্টার থেকে রশি ফেলে তাকে উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলিকপ্টার থেকে রশি ফেলে ওই যুবককে টেনে তোলা হয়েছে।

এর আগে বেলা পৌনে ১টার দিকে বনানীর ২২ তলা এফআর টাওয়ারের ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার। তবে বিকেল পৌনে ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিএ-০৪/২৮-০৩ (ন্যাশনাল ডেস্ক)