ঢাকার বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আটকা পড়ে রয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার পর ভয়ে টাওয়ারটি থেকে ও পাশের বিল্ডিংগুলো থেকে রশি বেয়ে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।
ভবনের দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
৪৬ বছর বয়সী ইন্ডিকার ডান হাতে আঘাত পেয়েছেন। ভবনে অবস্থানকালে ধোয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। কর্তব্যরত চিকিৎসক ড. পার্থ শংকর পাল জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। ইন্ডিকা সানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিসে কাজ করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী।
এদিকে আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে। প্রচন্ড ধোঁয়ায় ঝুঁকিতে আশেপাশের ভবনগুলোর মানুষও। এর মধ্যে আশেপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিমান ও নৌবাহিনী ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তবে, কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
বিএ-০৮/২৮-০৩ (ন্যাশনাল ডেস্ক)