আগুনের সময় বহুতল ভবনটিতে আটকেপড়া অনেককেই উদ্ধার করে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা-সমকাল
ঢাকার অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে এফ আর টাওয়ারে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন।
তিনি বলেন, এ পর্যন্ত ২৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বিভিন্ন হাসপাতালে শনাক্ত শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় জটিলতার কারণে একটি মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।
মুশতাক হোসেন বলেন, ফায়ার সার্ভিস এখনও এফ আর টাওয়ারে উদ্ধার কাজ চালাচ্ছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে।
বিএ-০১/২৯-০৩ (ন্যাশনাল ডেস্ক)