ঢাকার ডিএনসিসি মার্কেটের পাশে আগুন : সব পুড়ে ছাই

ঢাকায় ফায়ার সার্ভিস বলছে শনিবার ভোর ৫ টা ৪৫ মিনিটে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের একটি অংশে আগুন লাগে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে ওই মার্কেটের কাঁচাবাজারের একটি অংশে আগুন লেগেছে। তবে আগুন কিভাবে লাগলো ও কতটা ব্যাপক সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আগুনে এই আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে মার্কেট সংলগ্ন কাঁচাবাজার বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে তেমন ক্ষতি হয়নি। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতেও এই মার্কেটে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুরো কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বাজারে থাকা কাঁচামালও। এতে মাথায় হাত উঠে গেছে সেখানকার ব্যবসায়ীদের। তাদের অনেকে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০১৭ সালের ৩ জানুয়ারির পর দুই বছর ব্যবধানে এমন অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চোখের সামনে নিজেদের সাজানো ব্যবসা পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

স্বেচ্ছাসেবীদের অনেককে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিতে দেখা গেছে। অসহায় এই ব্যবসায়ীদের অনেকে বলছেন, দু’বছরের মধ্যে দু’বার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা সর্বস্ব হারিয়ে পথে বসার অপেক্ষায় রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তিন/চারবার নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।

শনিবার সকালে ডিএসসিসি মার্কেটের ঘটনাস্থলে সংবাদকর্মীদের এসব তথ্য জানান এ কে এম শাকিল নেওয়াজ।

তিনি বলেন, গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার (২০১৭ সালের জানুয়ারি) পর মার্কেটের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণব্যবস্থা সরেজমিনে দেখা হয়। তারপর সে অনুযায়ী মার্কেটের সমস্যাগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন/চারবার নোটিশ দেওয়া হয়।

কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এসএইচ-০৫/৩০/১৯ (ন্যাশনাল ডেস্ক)