চতুর্থ ধাপে ভোটের হার নেমে ৩৬.৫০ শতাংশ

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ধাপে ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চার ধাপের প্রাপ্ত ফল অনুযায়ী, ৪১৯টি উপজেলার মধ্যে ২৮৪টিতে দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। তাদের ৯২ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

চার ধাপে সার্বিকভাবে ভোট পড়ার হার ৪০ দশমিক ৬৩ শতাংশ। সর্বশেষ অনুষ্ঠিত চতুর্থ ধাপে ভোটার উপস্থিতির হার সবচেয়ে কম ৩৬ দশমিক ৫০ শতাংশ।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে বক্তব্য নির্বাচন কমিশনাররা বলেছেন, বিএনপিসহ বেশির ভাগ দল অংশগ্রহণ না করায় এ নির্বাচন জৌলুস হারিয়েছে। ভোটার উপস্থিতি কম হয়েছে। এক্ষেত্রে ইসির কোনো দায় নেই বলে দাবি করেন তারা।

ভোটার উপস্থিতি কম হওয়া বিষয়ে প্রসঙ্গে সর্বশেষ রোববার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন বা ভোটপ্রদানে জনগণের যে অনীহা পরিলক্ষিত হচ্ছে, তাতে জাতি এক গভীর খাদের কিনারের দিকে অগ্রসরমাণ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচন।

নির্বাচনবিমুখতা গণতন্ত্রের প্রতি মুখ ফিরিয়ে নেয়ার নামান্তর। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় শামিল হতে চাই না। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্বসহকারে ভেবে দেখা দরকার।

বিএ-২১/০১-০৪ (ন্যাশনাল ডেস্ক)