মৃত্যু ঝুঁকিতে বাংলাদেশের ২ কোটি শিশু

বাংলাদেশের প্রায় ২ কোটি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশের উপকূলবর্তী অঞ্চল সমূহে বসবাসরত এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুরা।

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক দূর্যোগসহ নানা কারণে ঝুঁকির মধ্যে পড়েছে শিশুর স্বাস্থ্য। প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

শুক্রবার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় শিশু স্বাস্থ্যখাতে উন্নতি ঘটলেও জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের পাশাপাশি ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মৃত্যু ঝুঁকির হার বৃদ্ধি পাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শিশু যাদের মধ্যে অধিকাংশের বসবাস দেশটির উপকূলীয় অঞ্চলে। ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানাবিদ প্রাকৃতিক দুর্যোগের কারণে শিশু মৃত্যুর হার তরান্বিত হতে পারে।

গড়ে বর্তমান বাংলাদেশে প্রতি ৩ জন শিশুর মধ্য ১ জন শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলেও এই প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়।

বিএ-০৪/০৫-০৪ (ন্যাশনাল ডেস্ক)