বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে দলীয় সিদ্ধান্তে এবং তারেক রহমানের নির্দেশেই আজকের শপথ।
সোমবার বিকেলে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির চারজন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
এর আগে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।
বিএ-১৬/২৯-০৪ (ন্যাশনাল ডেস্ক)