ফখরুলের শপথ না নেয়া বিএনপির অপকৌশল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ সংসদে শপথ না নেয়া বিএনপির অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মহান মে দিবসে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের র‍্যালিতে এ মন্তব্য করেন তিনি। তবে বিএনপির অন্য নির্বাচিতরা শপথ নেয়ায় তাদের অভিনন্দনও জানিয়েছেন হানিফ।

হানিফ বলেন, মির্জা ফখরুল শপথ না নেয়ায় বিএনপির কোনো কল্যাণ হবে না। এটা তাদের কৌশলও না, অপকৌশল মাত্র।

তিনি বলেন, ‘বিএনপি একটি জগাখিচুড়ি দলে পরিণত হয়েছে। এই দলের ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’

মহান মে দিবস প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য খাতে বিপুল উন্নয়নের ধারাবাহিকতায় শ্রমিকদের কল্যাণে কাজ করেছে। দু’দফা শ্রমিকদের বেতন বাড়িয়েছে। তাদের চাকরির নিশ্চয়তার জন্য নিয়োগপত্র দেয়া বাধ্যতামূলক করেছে। শ্রমিকদের জীবনমান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে।

শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার সবসময় পাশে থাকবে বলেও মন্তব্য করেন হানিফ।

বিএ-০২/০১-০৫ (ন্যাশনাল ডেস্ক)