বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। বলা হচ্ছে, প্রতিবেশী ভারতের কয়েকটি অঞ্চল কাঁপিয়ে আসবে বাংলাদেশে।
শক্তি বৃদ্ধি পেয়ে বর্তমানে ঘূর্ণিঝড় ফণী ১৮০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগ ধারণ করেছে। তবে উপকূল ঘেঁষে থাকায় বাংলাদেশে এসে এর গতিবেগ কমে ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহম্মেদ।
বৃহস্পতিবার রাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শামসুদ্দিন জানান, শুক্রবার সকাল অথবা দুপুর নাগাদ ফণী ভারতের পুরীর দিকে অবস্থান করতে পারে। সন্ধ্যা কিংবা মধ্যরাতে খুলনার দিকে অবস্থান করতে পারে। যার গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কি মি।
তিনি আরো বলেন, সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না সামুদ্রিক জলোচ্ছাস ফণী। এখন পর্যন্ত এর গতিপথ পাল্টানোর কোনো সম্ভাবনা নেই। তাই এখন পর্যন্ত সতর্ক সংকেত বাড়ারও কোনো সম্ভাবনা নেই।
এসএইচ-৩৯/০২/১৯ (ন্যাশনাল ডেস্ক)