ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর গতি প্রকৃতি এবং আবহাওয়া পর্যবেক্ষণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার বিমানের ঢাকা-যশোর বিজি ৪৬৭ ও যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট দু’টি বাতিল করা হয়। এছাড়াও বিমানের শনিবারের ঢাকা-কলকাতার সকালের বিজি ০৯৫ ফ্লাইট বিলম্ব হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঘুর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে কয়েকটি রুটের ফ্লাইট বাতিল করা হতে পারে বলে জানিয়েছিলেন এই কর্মকর্তা। তিনি বলেছিলেন, বিমানের পক্ষ থেকে আমরা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং আবহাওয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা এর গতিপথ বিচার বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় তাহলে কয়েকটি রুটের ফ্লাইট বাতিল করা হবে।
বিএ-১৫/০২-০৫ (ন্যাশনাল ডেস্ক)