বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা।
শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো এই তথ্য জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়।
এসএইচ-২২/০৬/১৯ (ন্যাশনাল ডেস্ক)