পার্থের পদত্যাগে রাহুমুক্ত হলো বিএনপি: মেজর (অব.) আখতারুজ্জামান

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ২০-দলীয় জোট থেকে পদত্যাগ করায় বিএনপি রাহুমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সোমবার রাতে পার্থের পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশের পর ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের সঙ্গে সাবেক এ সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থের পদত্যাগের একটি নিউজের লিঙ্কও দেন।

মেজর (অব.) আখতারুজ্জামানের এ স্ট্যাটাসের নিচে অনেকেই পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

মাজহারুল ইসলাম সোহাগ নামের একজন লিখেছেন, ‘দরজা ভাঙা বিএনপির লগে থাকার চেয়ে না থাকাই উত্তম। বড়ই দুঃখের বিষয়, এবার ঈদের পর আন্দোলনের ডাক দেশবাসী শুনতে পেল না। জয় বিএনপি।’

মুসলিম ব্রাদার হুড নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আপনি নিজেও একজন রাহু। সুতরাং অন্যকে দোষ দেবেন না। আপনি নিজেই তারেকের বিরুদ্ধে বলেছিলেন। সুতরাং সাধু সাবধান।’

কাউসার ভুঁইয়া নামে একজন লিখেছেন- ‘ঠিক বলেছেন- উনি (পার্থ) তারেক রহমানকে নিয়ে আজেবাজে কথা বলেন।’

জহিরুল ইসলাম নামে আরেকজন লিখেছেন- ‘যেখানে বিএনপির লোকেরাই তো আওয়ামী লীগ হয়ে গেছে, ও (পার্থ) আর কী করবে?’

শামসউদ্দিন নামে এক ইউজার লিখেছেন, ‘২০ বছর থাকার পর এ চলে যাওয়া অবশ্যই বেদনাদায়ক। এত বছরের বন্ধুত্বকে রাহুমুক্তি বলা অনুচিত বলে মনে করি ‘

কেএইচ হারুন লিখেছেন, ‘যারা দল পরিবর্তনের রাজনীতি করে, বা করে আসছে, সাধারণ জনগণ উনাদের ভালো চোখে দেখে না। নিজ স্বার্থের জন্য দল পরিবর্তন করে, জনগণ ও দেশের জন্য নয়। জনাব আন্দালিভ রহমান পার্থ এমনটাই করেছেন বলে মনে করি।’

প্রসঙ্গত সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটছাড়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বিএ-০৫/০৭-০৫ (ন্যাশনাল ডেস্ক, তথ্যসূত্র: যুগান্তর)