মন্ত্রিসভায় রদবদল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর পাঁচ মাসের মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে।

একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে করা হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার টানা টানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় স্থান পান ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

বিএ-১৯/১৯-০৫ (ন্যাশনাল ডেস্ক)