ওসি মোয়াজ্জেমকে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনী সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন অপরাধী হলে তাকে শাস্তি পেতেই হবে।

ঈদের ছুটি শেষে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলায় মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা থাকলে তার বিচার হবে। সে যতটুকু অপরাধ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে।’

তিনি বলেন, ‘ওসি এখন পালিয়ে থাকলে খুঁজে পেতে হয়তো সময় লাগবে। তবে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।’

রোববার একটি জাতীয় দৈনিকে ওসি মোয়াজ্জেমকে নিয়ে প্রকাশিত সাংবাদে বলা হয়, গ্রেফতারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর পুলিশ বলছে, ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন পালিয়ে গেছেন।

ফেনী ও রংপুর দুই জায়গার পুলিশই মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করেছে।

বিএ-০৮/০৯-০৬ (ন্যাশনাল ডেস্ক)