ফেসবুক লাইভে ভাগ্নেকে পাওয়ার খবর জানালেন সোহেল তাজ

ফেসবুক লাইভে নিখোঁজ ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে পাওয়ার খবর জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার সকাল ৫টা ২৭ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

লাইভে সোহেল তাজ বলেন, মামাতো বোন সকাল ৫টা ২৭ মিনিটে আমাকে ফোন করে জানান, গাড়ি থেকে একটি ছেলেকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে কিছু মানুষ তাকে জানায়। ছেলেটা খুবই ছন্নছাড়া অবস্থায়। পরে সেই মানুষগুলো তাকে সেফ জোনে নিয়ে যান।

বর্তমানে পুলিশি পাহারায় তাকে আমাদের কাছে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। আর অপহরণের ১১ দিন পর ভাগ্নে ইফতেখার আলম সৌরভের সন্ধান পাওয়া গেল।

এর আগে সৌরভের বাবা সৈয়দ ইদ্রিস আলম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় গত ১০ জুন একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত ৯ জুন পাঁচলাইশ আফমি প্লাজার সামনে থেকে দুজন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।

সৌরভ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।

বিএ-০৩/২০-০৬ (জাতীয় ডেস্ক)