১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হওয়ায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে।

১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় এ ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদন হয়।

সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

৮ মে ইয়াঙ্গুনে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে ৩ টুকরো হয়ে যায়।

এই ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছিলেন বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।

তিনি জানান, ৮ মে ফ্লাইট বিজি০৬০ ঢাকা থেকে ইয়াঙ্গুন যায়। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে ২৯ জন যাত্রীসহ মোট ৩৩ জন আরোহী ছিলেন।

বিএ-১৫/২৭-০৬ (ন্যাশনাল ডেস্ক)