দলীয় কার্যালয়ে এরশাদের মরদেহে নেতাকর্মীদের শ্রদ্ধা

ঢাকার কাকরাইলে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। পাশাপাশি সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করছেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সোমবার দুপুরে এরশাদের মরদেহ নিয়ে আসা হয় কাকরাইলের দলীয় কার্যালয়ে।

সেখানে সকাল থেকেই শত শত নেতাকর্মী জড়ো হন দলীয় চেয়ারম্যানকে শ্রদ্ধা জানাতে। এ সময় দলের নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা চোখের জলে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এ রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতারা অংশ নেন। জানাজায় ইমামতি করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান।

জানাজা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এরশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ১০টার কিছু পর সাবেক রাষ্ট্রপতির মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হয়।

জানাজার আগে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী পাঠ করেন।

এ ছাড়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ মরহুমদের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।

মরহুমের পরিবারের পক্ষে রওশন এরশাদ বক্তব্য দেন। এর পরই এরশাদকে রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে রোববার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এরশাদের শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে সিএমএইচের হিমঘরে এরশাদের মরদেহ রাখা হবে।

মঙ্গলবার সকাল ১০টায় এরশাদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে রংপুরে। সেখানে জানাজার পর মরদেহ নিয়ে আসা হবে ঢাকায়। এর পর ঢাকার সামরিক কবরস্থানে এরশাদের দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত গত ২৬ জুন সকালে এরশাদ (৮৯) অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিএ-০৬/১৫-০৭ (ন্যাশনাল ডেস্ক)