সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিচ্ছে

সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

এর আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে হওয়া এই মিছিলের পর নয়াপল্টনে সমাবেশ হয়।

রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিচ্ছে। নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, মিডিয়া, রাজনৈতিক দল যারা সরকারের বিরুদ্ধে সোচ্চার তারা বন্দি, তারা গুম, তারা বিচারবহির্ভূত হত্যার শিকার। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি বলেন, কোনো গণতন্ত্রকামী দল কিংবা লোক আওয়ামী লীগের সঙ্গে নেই। জাতীয় পার্টি গণতন্ত্র হত্যাকারী। সেই দল আজকে সরকারি জোটের অংশীদার। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হানিমুনের পতন না ঘটল নাগরিক স্বাধীনতা ও সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে না। এই নতজানু সরকার থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না।

এ সময় তিনি জাসাসের শিল্পী-সাহিত্যিকদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

বিএ-১৩/০৭-০৯ (ন্যাশনাল ডেস্ক)