মানবাধিকার কমিশন আধুনিকায়নে স্পিকারের সহায়তা চান চেয়ারম্যান

মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, নিজস্ব কার্যালয় নির্মাণ, আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিনের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটি নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগম।

বুধবার স্পিকারের সংসদের কার্যালয়ে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করে এ কথা বলেন। এ সময় স্পিকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্পিকার কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নাসিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান।

মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংবিধানে নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। এ সময় তিনি নারী ও শিশুসহ সকলের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে আহ্বান জানান।

এ সময় কমিশনের নবনিযুক্ত সদস্য ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা উপস্থিত ছিলেন।

বিএ-১৬/০২-১০ (ন্যাশনাল ডেস্ক)