ফাহাদ হত্যা মামলার আসামির পক্ষ নেয়া আইনজীবীকে বহিষ্কার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এক আসামীর পক্ষ নিয়ে আদালতে দাঁড়িয়েছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী।

এই ঘটনায় তাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছে বিএনপি।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।

আবরার ফাহাদ হত্যা মামলার আসামি বহবাঊাী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৬তম ব্যাচ ও বুয়েট ছাত্রলীগ সদস্য মুজাহিদুলের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিয়েছেন অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী।

বিএ-১২/০৯-১০ (ন্যাশনাল ডেস্ক)