অর্থপাচার মামলায় রিমান্ডে এনামুল-রুপন

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়াকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সূত্রাপুর থানার অর্থপাচার মামলায় রুপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। অপরদিকে গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুলের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি এনামুল ও রুপনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় এনু-রুপনের বাসায় অভিযান চালিয়ে বিপুল অর্থ ও স্বর্ণ জব্দ করেছিল র‌্যাব। তবে প্রায় সাড়ে তিন মাস পলাতক ছিলেন তারা।

সোমবার ভোররাতে ঢাকার অদূরে কেরানীগঞ্জের শুভাঢ্যায় ১০ তলা বাড়ির ষষ্ঠতলায় নাটকীয় অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার করেছে তাদের। এ সময় তাদের হেফাজতে ৪০ লাখ টাকা পাওয়া গেছে।

গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে যে চমকপ্রদ কাহিনি বেরিয়ে এসেছে, তা রূপকথার গল্পকে হার মানায়। দীর্ঘদিন পর আবার ক্যাসিনোকাণ্ডে দুই রাঘববোয়াল গ্রেপ্তার হলেন। এ দুই সহোদর পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদ একসময় যেসব খাত থেকে চাঁদা তুলত, সেসব খাত নিয়ন্ত্রণ করে আসছিলেন।

বিএ-০৬/১৪-০১ (ন্যাশনাল ডেস্ক)