এবার ভোট পেছানোর দাবি আতিকুলের

ফাইল ছবি

সরস্বতী পূজার জন্য ভোট পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

আতিকুল বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই উৎসব উদযাপনের অধিকার রয়েছে। আমি মনে করি, পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে।

ঢাকার মিরপুরের আলুব্দী ঈদগাহ মাঠে বৃহস্পতিবার এক সমাবেশে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ পিছিয়ে দিন। কারো ধর্ম পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে।

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আতিকুল বলেন, আমি যদি বলতাম আমার নেতাকর্মীরা যদি বলতো, তাবিথ আউয়ালের কোনো পোস্টার ঢাকা শহরে থাকতো না। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করব, আমাদের কোনো পোস্টার ছেড়া লাগবে না, কাউকে বাধা দেওয়া লাগবে না। আমি বরং ওয়েলকাম করব, প্রয়োজন পড়লে আমি পোস্টার লাগিয়ে দেব কিন্তু ছিড়ব না।

তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রের রাজনীতি। ৩০ তারিখ পর্যন্ত নির্বাচনে থাকুন, দেখুন জনগণ কাকে নির্বাচিত করে।”

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বিএ-০৮/১৬-০১ (ন্যাশনাল ডেস্ক)