প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটিতে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল শুক্রবার সকালে বনানী কবরস্থানে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে আনিসুল হকের কবর জিয়ারত করেন তারা।

প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতেও অংশ নেন ধানের শীষ প্রতীকের এ দুই প্রার্থী। এ সময় তাদের সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু প্রমুখ।

২০১৫ সালে সিটি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন হন আনিসুল হক। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাবিথ। ভোটের দিন দুপুরে কারচুপির অভিযোগ তুলে তাবিথ নির্বাচন বর্জন করেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এরপর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম, যিনি এবার তাবিথের প্রতিদ্বন্দ্বী। ওই উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়নি।

বিএ-১১/২৪-০১ (ন্যাশনাল ডেস্ক)