ঢাকা সিটি নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আরাফাত রকি (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, গোপীবাগ থেকে একজন মাথায় ইটের আঘাত নিয়ে এসেছেন, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রকি কোনো রাজনৈতিক দলের সমর্থক কি না- জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

এদিকে দুপুর আড়াইটায় এ ঘটনায় আহত দাবি করে আরও পাঁচজন ঢামেক মেডিকেলে আসেন। তারা নিজেদের যুবলীগের কর্মী দাবি করেন এবং বিএনপির লোকজন তাদের পিটিয়েছে বলে জানান। তবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এর আগে রোববার দুপুরে ঢাকার গোপীবাগে এ সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলার খবর ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের সূত্রপাত।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ইশরাকসহ অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

ওয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এখানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত।

বিএ-১৪/২৬-০১ (ন্যাশনাল ডেস্ক)