সচেতনতা-সতর্কতা সড়ক দুর্ঘটনা এড়ানোর উত্তম ব্যবস্থা: কাদের

সচেতনতা-সতর্কতা দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে উত্তম ব্যবস্থা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছ এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চালকের সঙ্গে যাত্রীরাও বেপরোয়া, পথচারীরাও বেপরোয়া । আমাদের সচেতনতার খুব বেশি অভাব। রাস্তা পারাপারে সময় অনেকেই নিয়ম মানি না। অনেকেই ফুটওভার ব্রিজ বাদ দিয়ে রাস্তা দিয়ে পার হয়, ট্র্যাফিক সিগন্যাল মানেন না।

অনেকে আবার মোবাইলে কথা বলতে বলতে রাস্তার এপাশ থেকে ওপাশ যান। যেন কেউ কোনো নিয়মের ধার ধারে না। আমার মতে এ বিষয়ে অ্যাওয়ারনেস না হওয়াটা মূল সমস্যা। অ্যাওয়ারনেসের বিষয়ে আমাদের আরও গভীরভাবে মনোনিবেশ করা দরকার। সচেতনতা সতর্কতার বিষয়টি দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে উত্তম ব্যবস্থা।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

বিএ-০৬/১৪-০২ (ন্যাশনাল ডেস্ক)